রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় ধারাল অস্ত্রের আঘাতে মোমিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে খবর পেয়ে তারা থানায় বিষয়টি জানেন। হাসপাতালে গিয়ে জানা যায়, রাকিব নামের এক যুবক মোমিনকে মুমূর্ষু অবস্থায় নিয়ে এসেছিলেন।
রাকিব পুলিশকে জানান, আরামবাগ কাঁচাবাজারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন মোমিনকে। এরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তিনি।
তবে এসআই আরও জানান, হাসপাতালে মোমিনকে রেখে রাকিব চলে গেছেন এবং এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। রাকিবকে পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, রাকিব নামে এক যুবক মোমিনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তিনি শুধু মোমিনের নাম জানাতে পেরেছেন। এছাড়া তিনি বলেন, নিহত মোমিন নয়াপল্টনের একটি কারখানায় কাজ করতেন বলে রাকিব জানিয়েছিলেন। নিহতের গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
মোমিনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।