রায়পুরে আওয়ামী লীগের সাবেক দুই জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) সকালে রায়পুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের বাবু, সোনাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ আল মামুন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, লক্ষ্মীপুর শহরে চার আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।