মায়োর্কার বিপক্ষে লা লিগা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তবে আলোচনার মূল বিষয় ছিল ম্যাচ নয়, বরং মৌসুম শেষে তার রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়টি। আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দেন, “২৬ তারিখ থেকে আমি ব্রাজিলের কোচ হবো, কিন্তু আজ আমি রিয়াল মাদ্রিদের কোচ, এবং আমি এই শেষ অধ্যায়টিকে সুন্দরভাবে শেষ করতে চাই, যেন এই অসাধারণ অভিযানের সুন্দর ইতি টানা যায়।”
ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে তার নাম ঘোষণার পর সংবাদমাধ্যমের সামনে আনচেলত্তিকে মুখোমুখি হতে হয়। যদিও তিনি ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে চাননি, তবুও আবেগময় কণ্ঠে জানান-
'আমি খুবই খুশি। যদি এই সংবাদ সম্মেলন না করতে হতো, তাহলে আজকের দিনটা আরও চমৎকার হতো। এমন কিছু ব্যাখ্যা দিতে হচ্ছে যা আমি দিতে চাই না, কারণ আমি শেষ মুহূর্ত পর্যন্ত এই জার্সির প্রতি সম্মান দেখাতে চাই।”
'আমি এখনকার মুহূর্তে বাঁচতে চাই, এখানে আমার যে ক’দিন বাকি, সেগুলো উপভোগ করতে চাই। এই ক্লাবের প্রতি আমার অসীম শ্রদ্ধা, এবং আমি পুরোপুরি মনোযোগ দিচ্ছি এই অভিযানের বাকি অংশে', বলেন আনচেলত্তি।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন আনচেলত্তির নিয়োগের ঘোষণা দিলেও রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, “রিয়াল মাদ্রিদ যখন মনে করবে সময় হয়েছে, তখনই তারা বিবৃতি দেবে। এতে কোনো সমস্যা নেই।”
রিয়াল মাদ্রিদের হয়ে ছয় বছর কাটিয়ে আনচেলত্তি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন-
“ফুটবল, জীবনের মতোই এক অভিযান—শুরু হয়, শেষও হয়। আমি যেদিন এসেছিলাম, সেদিনই জানতাম একদিন এটা শেষ হবে। এক অসাধারণ সময়ের শেষপ্রান্তে আছি আমি। আমি দারুণ সময় কাটিয়েছি, এবং আমার বিশ্বাস, মানুষও উপভোগ করেছে।”
“আমি যখন দ্বিতীয় দফায় এসেছিলাম, যদি কেউ বলতো আমি ১১টি শিরোপা জিতব, আমি রক্ত দিয়ে সই করে দিতাম! এখন এই অধ্যায় শেষের পথে, আমি কোনো আক্ষেপ ছাড়াই বিদায় নিতে পারছি। আমি সবটা উজাড় করে দিয়েছি, আর শিরোপাগুলোই তার সাক্ষ্য দেয়।”
আনচেলত্তি জানান, কবে ব্রাজিলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে তা তিনি বলতে চান না, তবে তার বিদায়টি ছিল পারস্পরিক সম্মতিতে, “আমি কখনোই অনুভব করিনি যে রিয়াল মাদ্রিদ আমাকে চাইছে না। তারা আমাকে সবসময় ভালোবাসা দেখিয়েছে। ২৬ তারিখে আমি ব্রাজিলে চলে গেলেও, আমি জানি রিয়াল মাদ্রিদ আমাকে ভালোবাসবেই। এটা সময়ের দাবি ছিল, এবং এটা একটি পারস্পরিক সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “অনেক কারণ থাকতে পারে একজন কোচকে বদলানোর জন্য—ক্লাবের নতুন উদ্দীপনা, বা কোচের নতুন পথচলা। এতে কোনো নাটক করার প্রয়োজন নেই। আমি চিরদিন রিয়াল মাদ্রিদের ভক্তই থাকব। ছয় বছর ধরে এই ক্লাবের কোচ ছিলাম, ভাবতেই পারিনি!”
শেষে রিয়াল মাদ্রিদ সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন আনচেলত্তি। তিনি স্মরণ করেন সেই সব জাদুকরী রাত—চেলসি, পিএসজি, ম্যানচেস্টার সিটি এবং বায়ার্ন মিউনিখের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুর ঐতিহাসিক প্রত্যাবর্তন।
“সব কিছু নিখুঁত হয়নি, কিন্তু কিছু রাত ছিল যেগুলো আমি কখনোই ভুলব না—আমরা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি। আমি জানি, সমর্থকরাও সেই রাতগুলো ভুলবে না।”