মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

৩ দাবিতে এবার জবি জবি শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা

আপডেট : ১৩ মে ২০২৫, ০৯:২৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকটসহ ৩ দফা দাবির প্রেক্ষিতে আগামীকাল ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘জবি ঐক্য’ এ কর্মসূচির সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সকাল ১১টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র উদ্দেশ্যে পদযাত্রা করবেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

গত সোমবার (১২ মে) শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এক ছাত্র-শিক্ষক সমাবেশ। এরপর মঙ্গলবার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন বিষয়ে আলোচনা হলেও শিক্ষার্থীরা দাবি করেন, দাবি যথাযথভাবে উপস্থাপন করলেও ইউজিসি বরাবরের মতোই দায়সারা আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল মুরাদ বলেন, ‘আমরা আমাদের বাজেট ১৫৪ কোটি থেকে ৩০৫ কোটি টাকায় বৃদ্ধির দাবি জানিয়েছিলাম। কিন্তু ইউজিসি তা নাকচ করে দেয়। তারা স্বীকার করেছে যে জবির শিক্ষার্থীরা জরাজীর্ণ পরিবেশে পড়াশোনা করছে, কিন্তু বলেছে তাদের হাত-পা বাঁধা—তারা কিছু করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু সেখান থেকেও কোনো সাড়া পাচ্ছি না। আমাদের অনশন কর্মসূচির সময় বলা হয়েছিল বাজেট বাড়ানো হবে, কিন্তু কোনো প্রতিফলন ঘটেনি। তাই আমাদের সবচেয়ে বড় অভিভাবকের কাছে দাবি পৌঁছে দিতে আমরা যমুনার উদ্দেশ্যে পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছি।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল আরেফিন বলেন, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল লং মার্চের ঘোষণা করেছি। আমাদের আবাসন সমস্যাসহ সকল দাবি মেনে নিতে হবে। আমরা বার বার রাজপথে নামবো না,আমরা শিক্ষার্থী, পড়াশুনা করতে চাই। আমাদের দাবি একটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল প্রকল্প দাবিকে অগ্রাধিকার দিতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত