আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্যাকেজের পরবর্তী দুটি কিস্তি ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত জানাবে আগামীকাল।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং আইএমএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক হয়েছে। ঋণের কিস্তির বিষয়ে আইএমএফ আগামীকাল তাদের সিদ্ধান্ত জানাবে। আমরা আশা করি এ বিষয়ে আগামীকাল একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।’
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ব্যাংক আগামীকাল সংবাদ সম্মেলন করবে। গভর্নর আহসান এইচ মনসুর দুবাই থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে ঋণের কিস্তি সম্পর্কে আপডেট জানাবেন বলে আশা করা হচ্ছে।
মোট ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের মধ্যে বাংলাদেশ এখন পর্যন্ত এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি, এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির অধীনে তিন কিস্তিতে ২.৩ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছে।