বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

নেত্রকোণায় ছেলেকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:৫০ পিএম

নেত্রকোণায় ৮ বছরের নিজ সন্তানকে হত্যার দায়ে এরশাদ মিয়াকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্তকে যাবজ্জীবন সহ ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) বিকালে আসামির উপস্থিতিতে এ রায় দেন জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান। 

দণ্ডপ্রাপ্ত এরশাদ মিয়া নেত্রকোণা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের (মোড়ল পাড়া) আব্দুল জব্বার মুন্সির ছেলে।

মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে এরশাদ মিয়ার সঙ্গে ময়মনসিংহের গৌরিপুরের সাততী গ্রামের মতিউর রহমানের মেয়ে আফরোজা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান হয়। কিন্তু পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী আলাদা হয়ে পড়েন। স্বামী স্ত্রীর খোঁজ নিতেন না। পরে আফরোজা আক্তারের ছেলে সাখাওয়াত হোসেন আরাফকে নিয়ে কান্দুলিয়া এলাকায় মামার বাড়িতে সেলাই মেশিনের কাজ করে জীবন চালাতেন। একপর্যায়ে ২০২০ সনের ১০ নভেম্বর স্ত্রী এরশাদ মিয়াকে তালাক দিয়ে দেয়। 

পরর্তীতে তালাক দেওয়ায় এরশাদ মিয়া স্ত্রীর প্রতি আরও ক্ষিপ্ত হয়ে পরে ২০২১ সালের ১৬ জানুয়ারি কান্দুলিয়া গ্রামে আফরোজার মামার বাড়িতে গিয়ে ঘরের দরজা আটকিয়ে ছেলেকে হত্যা করে। সেই সাথে নিজেও গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। প্রতিবেশিরা টের পেয়ে দরজা ভেঙে এরশাদকে আটক করে এবং ছেলের মরদেহ উদ্ধার করে। 

এরপর স্ত্রী আফরোজা বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে মোট ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত