পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতির কারণে পুরো দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। বুধবার (১৪মে) দুপুরে চবির কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে তিনি সভাপতি হিসেবে বক্তব্য রাখেন।
এবারের সমাবর্তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার কারণে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়।
চবি উপাচার্য বলেন, আজ বেশ আনন্দিত। কেননা আমরা বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করেছি।
তিনি আরও বলেন, ‘নানা কারণে বর্তমানে শিক্ষার মান দুর্বল হয়েছে। সকলের মনে রাখা দরকার, শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতি করার জায়গা নয়। এখানে শিক্ষাই আসল বিষয়। লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতির কারণে শিক্ষা ধ্বংস হচ্ছে।’
চবি উপাচার্য বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে সময়মতো ক্লাস ও পরীক্ষা হয় না। আমরা এ অবস্থার পরিবর্তন চাই। আমরা চাই, মেধার ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী কেউ চাকরি পাক। বিশ্ববিদ্যালয়ে অনেক আদর্শ শিক্ষক থাকলেও দুঃখের বিষয় হলো, কেউ কেউ শিক্ষকতার চেয়ে রাজনৈতিক কাজে অধিক মনযোগী। তারা ঠিকমতো ক্লাস নেন না।’
তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ব্যাপারে আক্ষেপ করে বলেন, ‘উন্নত দেশে পিএইচডি ডিগ্রি ছাড়া আবেদন করতে পারেন না। আর বাংলাদেশে মাস্টার্স পাশ করে শুধু ভাইবা দিয়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায়। কখনো কখনো আর্থিক লেনদেনের মাধ্যমেও শিক্ষক নিয়োগ হয়। আমরা এ জাতীয় অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছি এবং এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনেক পরিবর্তন এনেছি।’
সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। স্বাগত বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।