দেশের ক্রিকেটাঙ্গনকে চমকে দিয়ে গতকাল বিকেলের দিকে এলো এক খবর। এক সপ্তাহ স্থগিতের পর দ্বিতীয় দফায় শুরু হতে যাওয়া আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের জায়গায় রেকর্ড ৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু জাতীয় দলের পূর্বনির্ধারিত সফরে রাতে আমিরাত গেছেন তিনি। দিল্লির হয়ে খেলতে যাবেন কি না, গেলে কবে যাবেন সে প্রশ্নের জবাব পাওয়া যায়নি।
আইপিএলে মোস্তাফিজের খেলা নিয়ে রয়েছে বিস্তর সংশয়। আমিরাত সফরে বাংলাদেশ খেলবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ দুটো ১৭ ও ১৯ মে। স্থগিত থাকার পর পুনরায় আইপিএল শুরু হবে ১৭ মে থেকে। মোস্তাফিজকে দলে ভেড়ানো ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাকি রয়েছে এখনো তিনটি। যার প্রথমটি ১৮ মে ঘরের মাঠে গুজরাট টাইটানসের বিপক্ষে। বাংলাদেশের হয়ে আমিরাতে সিরিজে খেললে এই ম্যাচটিতে মোস্তাফিজকে পাবে না দিল্লি। তাদের পরের ম্যাচ দুটো মুম্বাইতে ২১ মে মুম্বাই ইন্ডিয়ানস এবং ২৪ মে জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে। আমিরাত সিরিজ শেষ করে ভারতে গেলে পরের দুই ম্যাচ খেলার সুযোগ থাকবে মোস্তাফিজের সামনে।
কিন্তু বাইরের দেশে খেলতে গেলে নিজের বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পেতে হয় কোনো ক্রিকেটারকে। প্রক্রিয়া অনুসারে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিসিবির কাছে একটি আবেদন আসার কথা। অবশ্য বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গতকাল বিকেলে জানিয়েছেন, ‘আমাদের কাছে এখনো মোস্তাফিজ বা তার হয়ে কেউ অনাপত্তিপত্র চায়নি। কেউ অনাপত্তিপত্র চাইলে তারপর এটা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। আমরা এটাই জানি মোস্তাফিজ জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে আমিরাতে যাচ্ছে।’