মায়োর্কার কাছে রিয়াল হারলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেত বার্সেলোনার। কিন্তু সেটা হয়নি। রোমাঞ্চকর ম্যাচে ২-১ গোলের জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে শিরোপা জয়ের উৎসবে মেতে উঠতে বার্সাকে আরেকটু অপেক্ষা করতে হবে। আগামী বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জিতলেই শিরোপা পুনরুদ্ধার করবে কাতালান দলটি।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রায় ফাঁকা গ্যালারির সামনে অনুষ্ঠিত ম্যাচের একাদশ মিনিটেই রিয়ালের বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে গোল করেন মায়োর্কার ভালিয়েন্ত। প্রথমার্ধে রিয়াল সেই গোল পরিশোধ করতে পারেনি। বিরতির পর ৬৮ মিনিটে ব্যক্তিগত প্রচেষ্টায় গোল করে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৫৪ ম্যাচে ৪০ গোল হয়ে গেল ফরাসি তারকার।
একটা পর্যায়ে মনে হচ্ছিল, ম্যাচ ড্র হতে যাচ্ছে। তবে যোগ করা সময়ের ৫ম মিনিটে মায়োর্কা রক্ষণের ভুলে রিয়ালকে এগিয়ে দেন চলতি লিগে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া রামোন। রিয়ালের হয়ে এটিই তার প্রথম গোল। মায়োর্কার বিপক্ষে গোলের জন্য মোট ৩৯টি শট নিয়েছে রিয়াল। ম্যাচ শেষে কোচ আনচেলত্তি বলেছেন, ‘১২ জন খেলোয়াড়ের চোটে পড়া একটু অদ্ভুতই। দল ও ব্যক্তিগত জায়গা থেকে ভালো খেলে আমরা এই ঘাটতি পূরণ করতে পেরেছি। দল খুব ভালো খেলেছে। জয়টা প্রাপ্য ছিল।’