মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কোহলি না থাকলে টেস্ট ক্রিকেট মলিন হয়ে যেত: মাইকেল ভন

আপডেট : ১৫ মে ২০২৫, ১০:৪২ এএম

লাল বলের ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের দুই দিন পেরিয়ে গেছে। তবু তাকে নিয়ে আলোচনা থামছেই না। টেস্ট থেকে কোহলির বিদায় হতাশ করেছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনকে। ভারতের কট্টর সমালোচক হিসেবে পরিচিতি ভন কিন্তু কোহলির বিদায়ে শোকাহত।

নিজের কলামে ভন লিখেছেন, ‘খুব কম ক্রিকেটারেরই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত আমাকে হতাশ করে। কিন্তু খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে, আগামী গ্রীষ্মে ইংল্যান্ডে তো বটেই আর কখনওই সাদা জার্সিতে কোহলিকে দেখতে পাব না। কোহলির অবসরের সিদ্ধান্তে আমি শোকাহত। ৩০ বছরেরও বেশি সময় আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত। টেস্টে কোহলির চেয়ে ভালো কেউ কিছু করতে পারে বলে বিশ্বাস করি না।’

ভন আরও লিখেছেন, ‘প্রায় এক দশক আগে কোহলি যখন অধিনায়ক হয়েছিল, আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম, ভারত টেস্ট ক্রিকেটে আগ্রহ হারিয়ে ফেলবে। সাদা বলে অন্যতম সেরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। মনে হতো, অধিনায়ক হওয়া সত্ত্বেও টেস্ট ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ছিল না। ভারতের এমন একজনকে দরকার ছিল, যে পাগলের মতো টেস্টকে ভালোবাসবে। অধিনায়ক হিসেবে কোহলি সেটাই করেছিল। তার আবেগ, দক্ষতা আর স্টেস্ট ক্রিকেট নিয়ে চিন্তাভাবনা যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলেছিল। কোহলি না থাকলে টেস্ট ক্রিকেট মলিন হয়ে যেত, কৌলিন্য হারাত। কোহলিই পরবর্তী প্রজন্মকে শিখিয়েছে  টেস্ট ক্রিকেটকে কীভাবে ভালোবাসতে হয়। তার বিদায় টেস্ট ক্রিকেটের জন্য বড় ধাক্কা।’

কোহলির টেস্ট অবসরের সিদ্ধান্তের জন্য অতিরিক্ত ক্রিকেটকেই দায়ী করেছেন ১৯৮৩ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের অন্যতম সদস্য সৈয়দ কিরমানি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ক্রিকেটের অতিরিক্ত ধকল থেকে মুক্তি পেতেই হয়তো কোহলি এই সিদ্ধান্ত নিয়েছে। সে কোনোদিনই রেকর্ডের কথা ভেবে খেলেনি। আমার মনে হয় না, চাপে পড়ে কোহলি চটজলদি অবসর ঘোষণা করেছে। তবে এসব প্রশ্ন তোলা এখন অর্থহীন। অবসরের সিদ্ধান্ত একজন ক্রিকেটারের সম্পূর্ণ ব্যক্তিগত।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত