বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

ব্রাজিলের আগে দল ঘোষণা আর্জেন্টিনার, চোট কাটিয়ে ফিরলেন মেসি

আপডেট : ১৬ মে ২০২৫, ১২:৪৯ পিএম

নতুন করে দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের আরেকটি ডাবল হেডারের সময় ঘনিয়ে এসেছে। ২০২৬ বিশ্বকাপে আগেই জায়গা করে নেওয়া আর্জেন্টিনা জাতীয় দল এবার মুখোমুখি হবে চিলি ও কলম্বিয়ার। এই দুই ম্যাচ সামনে রেখে ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সবচেয়ে বড় খবর—চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি।

মার্চ মাসে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচগুলোতে খেলতে পারেননি মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাম পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট পেয়েছিলেন তিনি। তবে এখন পুরোপুরি সুস্থ এবং দারুণ ফর্মে আছেন যুক্তরাষ্ট্রে। তাই সান্তিয়াগো ডে চিলি (৫ জুন রাত ১০টা) এবং মনুমেন্টাল স্টেডিয়ামে (১০ জুন রাত ৯টা) তাকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

মেসি ছাড়াও দলে ফিরেছেন বেশ কয়েকজন তরুণ ও পুরনো মুখ। ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগে দারুণ সময় কাটানো আলেহান্দ্রো গারনাচো এবং ফ্রান্সের স্ত্রাসবুর্গ ক্লাবের হয়ে আলো ছড়ানো ভ্যালেনতিন বারকো ফিরেছেন দলে। আবার ফিরেছেন লাজিও ফরোয়ার্ড ভ্যালেনতিন কাস্তেয়ানোস, মার্চে ইনজুরির কারণে ছিলেন না। নটিংহ্যাম ফরেস্টের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা নিকোলাস ডমিনগেসও স্কোয়াডে সুযোগ পেয়েছেন দীর্ঘদিন পর।

তবে কিছু পরিচিত মুখের এবার জায়গা হয়নি। জার্মান পেজ্জেলা, গনসালো মনতিয়েল ও মার্কোস আকুনিয়া—তিনজনই বাদ। এর মধ্যে শুধুমাত্র মনতিয়েলের না থাকার কারণ চোট। বাকিদের ফুটবলীয় কারণে বাদ দেওয়া হয়েছে। এছাড়া পুরনো খবরের মতোই অনুপস্থিত পাওলো দিবালা, যিনি এখনও লম্বা সময়ের চোট কাটিয়ে মাঠে ফেরেননি।

স্কালোনির প্রাথমিক স্কোয়াড 
গোলরক্ষক- এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
ডিফেন্ডার- নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালারদি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেনতিন বারকো। 
মিডফিল্ডার- আলেক্সিস ম্যাকঅলিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ডমিনগেস, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ
ফরোয়ার্ড- লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, ভ্যালেনতিন কাস্তেয়ানোস, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনসালেস, জিউলিয়ানো সিমেওনে, আনহেল কোরেয়া

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত