বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ঈদে আসছে ‘এশা মার্ডার’

আপডেট : ১৬ মে ২০২৫, ০১:০৩ পিএম

বৃহস্পতিবার সন্ধ্যায়‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ পেয়েছে। ২০০৯ সালে ঢাকার আজিমপুরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর খুনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

সিনেমাটিতে একজন পুলিশ তদন্ত কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে রয়েছেন সানী সানোয়ার। 

পরিচালক সানী সানোয়ার বলেন, ‘দেশে খুন রহস্য ও সাসপেন্স ঘরানার সিনেমার প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই আমরা এই সিনেমা নির্মাণ করেছি। তিনি বিশ্বাস করেন, এশা মার্ডার সফল হলে এ ধারার সিনেমা আরও তৈরি হবে।’

অভিনেত্রী বাঁধন বলেন, ‘বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে নারীর এমন চরিত্র দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তাই সিনেমাটিতে কাজের সিদ্ধান্ত নিই।’ তাঁর মতে, সানী সানোয়ারের গল্প বলার ভঙ্গি এবং উপস্থাপনা এশা মার্ডারকে ঈদের সিনেমার ভিড়ে আলাদা করবে। 

এশা চরিত্রে অভিনয় করেছেন পূজা এগনেস ক্রুজ। ছবিতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ। বিশেষ একটি চরিত্রে থাকছেন মিশা সওদাগর ও সুমিত সেন গুপ্ত।

ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন। সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে বিঞ্জ ও লিডস এন্টারটেইনমেন্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত