মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত ৪

আপডেট : ১৭ মে ২০২৫, ০৯:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের মিজৌরির সেন্ট লুইসের ওপর দিয়ে বয়ে যাওয়া সম্ভাব্য একটি টর্নেডোসহ প্রবল ঝড়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করেন সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার। খবর এপির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকালের এ ঝড়ে কিছু ভবনের ছাদ ভেঙে যায়। এছাড়া গাছ উপড়ে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে। চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার।

সেন্ট লুইস ফায়ার ডিপার্টমেন্ট ব্যাটালিয়ন চিফ উইলিয়াম পলিহ্যান এপিকে জানান, সিটির সেন্টেনিয়াল খ্রিশ্চিয়ান চার্চের আংশিক ভেঙে গেছে। সেখান থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজন মৃত ছিলেন।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের রাডারে দুপুর আড়াইটা থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে ক্লেইটন এলাকায় টর্নেডো ধরা পড়ে।

ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মার্শাল পিফ্যাহলার জানান, তাদের কাছে ক্ষতির যেসব খবর এসেছে, এর মধ্যে বেশিরভাগই ছিল গাছ উপড়ে পড়া সংক্রান্ত।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত