টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের দ্বারপ্রান্তে চলে গেছে অ্যাস্টন ভিলা। কিন্তু এমন ম্যাচ জয়ের পরও ভেজা চোখে মাঠ ছেড়েছেন ভিলার আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। তার এভাবে মাঠ ছেড়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনার।
বার্মিংহামের ক্লাবটির সঙ্গে ‘বাজপাখি’ খ্যাত দিবু মার্তিনেজের ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি আছে। কিন্তু এর আগেই তার ভিলা ছেড়ে চলে যাওয়ার গুঞ্জন তৈরি হয়েছে। কিছুদিন আগেই খ্যাতিমান ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রেজিও রোমানো ইঙ্গিত দিয়েছিলেন যে, মার্তিনেজ হয়তো ভিলা ছেড়ে যাচ্ছেন। সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাবও নাকি মার্তিনেজের সঙ্গে যোগাযোগ করছে। গতকালের ম্যাচ শেষে মার্তিনেজের কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে যাওয়ায় এই গুঞ্জন আরও ডালপালা মেলেছে।
আর্জেন্টিনা জাতীয় দলকে নিয়মিত অনুসরণ করা সাংবাদিক গ্যাস্টল এডুলও প্রায় একইরকম তথ্য দিয়েছেন। তার দাবি, ‘আগামী ট্রান্সফার মৌসুমে দিবু মার্তিনেজের অ্যাস্টন ভিলা ছেড়ে যাওয়ার জোরালো সম্ভাবনা আছে। সৌদি আরবের একটি ক্লাব এবং ইউরোপের প্রধান দুটি ক্লাবের থেকে প্রস্তাবও আছে। বিশ্বকাপ চলে আসায় তিনি হয়তো সৌদি ক্লাবে যাবেন না। অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়নস লিগে উঠতে না পারলে হয়তো তাকে বিক্রিও করে দেবে। তাই ভিলায় তার সময় শেষ।’
তবে যাকে নিয়ে এত কথা, সেই মার্তিনেজ নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো ইঙ্গিত দেননি। অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই মৌসুমে সমর্থন দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা ঘরের মাঠে শক্তিশালী ফুটবল খেলেছি। আমাদের সামনে এখন আরও একটি ফাইনাল বাকি আছে।’ এছাড়া বান্ধবী ও সন্তানের মা মান্দিনহা মার্তিনেজকে নিয়েও একটা পোস্ট করেছেন।