দিনাজপুরের বিরামপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে পড়ে গিয়ে এক হাত ও পা হারালেন পেয়ারা বিক্রেতা আশরাফুল ইসলাম (৪০)। শনিবার (১৭ মে) বেলা এগারোটা দশ মিনিটে দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন থেকে আন্তঃনগর তিতুমির এক্সেপ্রেস ছেড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
আশরাফুল ইসলাম পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলার বারাইপাড়া এলাকার রাজ্জাক হোসেনের ছেলে।বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আশরাফুল ইসলাম রেল লাইন থেকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রতক্ষদর্শীরা জানান, সকালে বিরামপুর প্লাটফর্মে পেয়ারা কাধে নিয়ে উপস্থিত ক্রেতাদের মাঝে পেয়ারা বিক্রয় করছিলেন। বেলা এগারোটা দশ মিনিটের দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সেপ্রেস ট্রেনটি বিরামপুর ছেড়ে যায়। এ সময় ওই ট্রেনে পেয়ারা নিয়ে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়লে তার বাম হাত ও বাম পা বিচ্ছিন্ন হয়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শাহারিয়ার পারভেজ জানান, বাম হাত ও বাম পা বিচ্ছিন্ন হয়ে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল হাসান জানান, ‘ট্রেনের নিচে পড়ে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির বাম হাত ও বাম পা বিচ্ছিন্ন হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।