শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

শেকৃবিতে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

আপডেট : ১৭ মে ২০২৫, ০৯:০০ পিএম

সারাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ জাতীয় উৎসব। শনিবার (১৭) ঢাকা উত্তর আঞ্চলিক উৎসব রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘ফিলিপিন্সে লাল-সবুজ’ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে। এতে ১০০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

৩ ক্যাটাগরিতে সকাল পৌঁনে ৯টা থেকে শিক্ষার্থীদের ১ ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ৬ষ্ঠ-৮ম শ্রেণি, সেকেন্ডারিতে নবম-দশম শ্রেণি ও হায়ার সেকেন্ডারিতে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরীক্ষা শেষে টিএসসি মিলনায়তনে প্রশ্ন-উত্তর পর্বে শিক্ষার্থীরা খুঁজে নেয় অন্যরকম আনন্দ। এসময় শিক্ষার্থীদের কাছ থেকে উন্মুক্ত প্রশ্ন গ্রহণ করা হয়। যুক্তি ও ব্যাখ্যার মাধ্যমে এসব প্রশ্নের উত্তর দিতে থাকেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক রাখহরি সরকার, শেকৃবির কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, ঢাকা উত্তর অঞ্চল জীববিজ্ঞান অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. জামিলুর রহমান ও অলিম্পিয়াড কোচ ড. সৌমিত্র চক্রবর্তী। 

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ । তিনি বলেন, ‘জীববিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়ছে, যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আশা করি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রাশেদুল ইসলাম,শেকৃবি উপ-উপাচার্য  অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর ড. মো. আরফান আলী, এবং ছাত্র পরামর্শক অধ্যাপক ড. মো. আশাবুল হক। 

উল্লেখ্য, আগামী ৩১ মে (শনিবার) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় উৎসব অনুষ্ঠিত হবে। এতে নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় আবাসিক ও অনাবাসিক বায়োক্যাম্প আয়োজনের মাধ্যমে সারা দেশের প্রায় সাড়ে আট হাজার শিক্ষার্থীর মধ্য থেকে চূড়ান্ত চারজন প্রতিযোগী নির্বাচন করা হবে। তারা 'টিম বাংলাদেশ' হিসেবে আগামী ২০-২৭ জুলাই ফিলিপিন্সের কুইজন সিটিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত