বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রেকর্ড গড়ে লেভারকুজেন থেকে বিদায় নিলেন আলোনসো

আপডেট : ১৮ মে ২০২৫, ০৬:৩৯ পিএম

বায়ার লেভারকুজেনকে বিদায় বলেছেন কোচ জাবি আলোনসো। তার অধীনে বুন্দেসলিগায় শেষ ম্যাচটি খেলেছে দল শনিবার রাতে। মেইঞ্জের মাঠে ২-২ গোলে ড্র করেও রেকর্ডের তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছেন আলোনসো।

কোচ আলোনসোর অধীনে টানা দুই মৌসুম অ্যাওয়ে ম্যাচে হার দেখেনি লেভারকুজেন। জার্মান লিগে এমন ঘটনা এই প্রথম।

আলোনসো এর অধীনে গেল মৌসুমে প্রথমবার লিগ জয়ের পথে একটি ম্যাচও হারেনি লেভারকুজেন। এবার অবশ্য বায়ার্ন মিউনিখের কাছে শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। ৩৪ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে মৌসুম শেষ করলো লেভারকুজেন।  

যোগকরা সময়ে মনে হচ্ছিল, অ্যাওয়ে ম্যাচে টানা অপরাজেয় থাকার রেকর্ড হয়তো ধরে রাখতে পারবে না লেভারকুজেন। মেইঞ্জের স্টেফান বেল গোল করেছিলেন, তবে দীর্ঘ রিভিউর পর হ্যান্ডবলের কারণে বাতিল হয়ে যায় সেটা।    

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত