৮৯ ফাউন্ডেশনের উদ্যোগে পরিবাগের বিশ্ব সাহিত্য কেন্দ্রে শনিবার অনুষ্ঠিত হয়েছে সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চের শ্রোতার আসর ও শিল্পী সম্মাননা। আসরে গান পরিবেশন করেন শারমিন আহমেদ এ্যানি, মইনুল আলম রুমন, রুবি আহমেদ, ফারহানা মৌসুমী, সুবির ও মারুফ। সংগীত অনুষ্ঠানের পাশাপাশি গুণী শিল্পী মিডিয়া ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম এবং ৮৯ ফাউন্ডেশনের সক্রিয় সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এই সম্মাননা স্মারক তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সানজিদা তিথি ও সেক্রেটারি জেনারেল আব্দুস সাত্তার।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৯৮৯ সালে এসএসসি পাশ করা কয়েকজন মানবিক হৃদয়ের বন্ধুরা একত্রিত হয়ে মানবতার সেবার জন্য ‘৮৯ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে।
সংগঠনটি ৩১/০৩/২০২৪ তারিখে সরকারের জয়েন্ট স্টক কোম্পানি’তে নিবন্ধিত হয় যার স্মারক নং S-14107/2024.
নিবন্ধিত হবার থেকেই সংগঠনটি বিভিন্ন প্রকার মানবিক কাজকর্ম করে যাচ্ছে। যেমন- শীতকালে দেশের বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ, বন্যার সময় ত্রাণ সামগ্রী প্রদান, ঈদের সময় সুবিধাবঞ্চিত ছাত্র ও পরিবারকে নতুন পোশাক ও নগদ অর্থ সহায়তা প্রদান, চিকিৎসা সেবায় সহায়তা করা, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ইত্যাদি। সকল মানবিক কাজসহ গুণী সংগীতশিল্পী সংবর্ধনা অনুষ্ঠান বন্ধুদের থেকে প্রাপ্ত অনুদান ও এই সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে হয়ে আসছে। সংগীতপ্রেমী বন্ধু ও শুভাকাঙ্খীদের শ্রোতার আসর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।