বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

‘রেফারি বলেছিল আমি নিয়ম জানি না’!

আপডেট : ১৯ মে ২০২৫, ১২:৫০ পিএম

অরল্যান্ডো সিটির বিপক্ষে ইন্টার মায়ামির আরেকটি পরাজয়ের ম্যাচে হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। ইদানিং প্রায়ই মেজাজ হারাতে দেখা যাচ্ছে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে। সোমবার ৩-০ গোলে হারের পর তিনি জানালেন, কেন রেফারির ওপর চটে গিয়েছিলেন।

অ্যাপল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আজ প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। আমরা আক্রমণ করেছি এবং সুযোগ তৈরি করেছি। তারা পেরে উঠছিল না এবং শুধু লম্বা পাসে খেলছিল। বিস্ময়কর ব্যাপার হলো, তাদের একজন খেলোয়াড় গোলকিপারকে বল পাস করেছিল এবং রেফারি আমাকে বলে, তিনি নাকি নিয়ম জানেন না এবং এটি পছন্দ করেন না! তিনি এটা বুঝতেই পারেননি।’

মেসির অভিযোগ আসলে অরল্যান্ডোর স্ট্রাইকার ইভান অ্যাংগুলির বিপক্ষে, যিনি গোলকিপার পেদ্রো গ্যালিসকে ব্যাকপাস দিয়েছিলেন। গালিস সেই বল হাত দিয়ে ধরে ফেলেন। মেসি আরও বলেন, ‘এখান থেকেই তো গোল আসে। এগুলো অজুহাত হিসেবে খাড়া করতে চাই না। তবে আমার মনে হয়, এমএলেসের রেফারিং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত। আমাদের এগিয়ে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত