সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

দিনে ৬ লাখ টাকা কর ফাঁকি বন্ধ করলেন নারায়ণগঞ্জ ডিসি

আপডেট : ২০ মে ২০২৫, ০৬:৫১ পিএম

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ঘাটে অবস্থিত রয়্যাল টোব্যাকো কোম্পানি প্রতিদিন প্রায় ছয় লক্ষ টাকা করে রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদন করছিল। এভাবে প্রতি মাসে ২ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছিল সরকার। প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ কার্যক্রম চললেও এতদিন কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

বিষয়টি জানতে পেরেই মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোমবার সেখানে অভিযানের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে নামে যৌথ বাহিনী। জেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ, র‍্যাব, আনসার, ভোক্তা অধিকার ও কাস্টমসের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানকালে ফ্যাক্টরি থেকে ১৪ হাজার প্যাকেট সিগারেট  এবং প্রায় ২১ লক্ষ টাকার রি-ইউজড স্ট্যাম্প জব্দ করা হয়। এসব অবৈধ সামগ্রী তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় জেলা প্রশাসকের নির্দেশে। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের জন্য রয়েল টোব্যাকো কোম্পানিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির ভ্যাট অফিসারকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬২ ধারায় ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব-১১-এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ অভিযান শেষে জানান, প্রতিষ্ঠানটি রাজস্ব ফাঁকি দিতে বাজার থেকে ব্যবহৃত স্ট্যাম্প কিনে নিয়ে সিগারেটের নতুন প্যাকেটে ব্যবহার করত। এতে প্রতিদিন আনুমানিক ৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিত। অভিযানে সিগারেট ও স্ট্যাম্পগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানিয়েছেন, রয়েল টোব্যাকো কোম্পানি ২০২১ সাল থেকে দৈনিক প্রায় ৬ লক্ষ টাকা, অর্থাৎ মাসে প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল বলে তিনি অভিযোগ পেয়েছেন। তারা ৫০% নতুন স্ট্যাম্প এবং বাকি ৫০% পুরাতন ব্যবহৃত স্ট্যাম্প ব্যবহার করে সিগারেট বিক্রি করত।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ২০২৩ সালে একই অভিযোগে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে সিলগালা করেছিল জেলা প্রশাসন। কিন্তু মাত্র সাত দিন পরেই তারা পুনরায় কার্যক্রম শুরু করে। 

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানিয়েছেন, যত প্রভাবশালীই হোক নারায়ণগঞ্জে কর ফাঁকি দেয়ার কোন সুযোগ দেয়া হবে না। দুর্নীতি ও কর ফাঁকির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। তারই অংশ হিসেবে রয়েল টোব্যাকো কোম্পানিকে সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত