শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পুলিশের হাত থেকে পালাল ২ মাদক কারবারি

আপডেট : ২১ মে ২০২৫, ০৯:১৯ পিএম

বরিশাল মেট্রোপলিটন এলাকার কাউনিয়া থানা পুলিশের মাদক উদ্ধার অভিযানে আটক পাঁচ আসামির মধ্যে দুইজন পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। বুধবার (২১ মে) দুপুরে বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন- মো. নাসির (২৮), মো. ফিরোজ হাওলাদার এবং মো. আল আমিন খন্দকার রাজু। পালিয়ে যাওয়া দুই জন হলেন মির্জা (২৫) এবং মো. রাসেল (৩০)। তারা সবাই ভাটিখানা এলাকার বাসিন্দা।

ঘটনার বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত দেশ রূপান্তরকে বলেন, দুপুরের দিকে তিনজন পুলিশ সদস্য মাদক উদ্ধার অভিযানে যায়। অভিযানের সময় তারা দেখতে পান পাঁচজন ব্যক্তি মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছে। পরে তাদের চ্যালেঞ্জ করে আটক করা হয়। পুলিশ সদস্যদের কাছে একটি হ্যান্ডকাফ ছিল। দুইজনকে হ্যান্ডকাফ পরানো হয় এবং বাকি তিনজনকে সাধারণভাবে আটক করা হয়। কিন্তু তাদের গাড়িতে তোলার সময় দুইজন আসামি পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে পালিয়ে যাওয়া আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত