হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সদস্য পরিচয়ে একদল ব্যক্তি কর্তৃক অপহৃত হয়েছেন দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিক ইমদাদ হোসাইন। পরে তার সাংবাদিক পরিচয় জানার পর তাকে ছেড়ে দেওয়া হয়। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে ফেসবুক লাইভে এ ঘটনার বিস্তারিত বর্ণনা দেন ইমদাদ হোসাইন। তিনি জানান, তার প্রবাসী মামাকে রিসিভ করতে বিমানবন্দরে গিয়েছিলেন। ফেরার সময় তিনি একটি রাইড শেয়ারিং সার্ভিস (পাঠাও) বুক করেন। কাওলা এলাকায় পাঠাও বাইকে উঠার পর চলন্ত অবস্থায় একটি সাদা মাইক্রোবাস তাদের সামনে এসে বাধা দেয়।
ইমদাদ হোসাইন বলেন, মাইক্রোবাস থেকে কয়েকজন ব্যক্তি নেমে আমাকে জোর করে গাড়িতে তুলে নেয়। তারা আমার বাইকারের চাবিও ছিনিয়ে নেয়। গাড়ির ভেতরে তারা আমার হেলমেট খুলে মারধর শুরু করে। পরে চোখ বেঁধে ফেলে এবং আমার মানিব্যাগসহ অন্যান্য জিনিসপত্র খোঁজা শুরু করে। তারা বারবার জিজ্ঞাসা করছিল, ‘গোল্ড কোথায়?’ এক পর্যায়ে একজন আমার মাথায় পিস্তল ধরে হুমকি দেয়।
তিনি আরও বলেন, আমি যখন বললাম আমি সাংবাদিক, দৈনিক ‘আমার দেশ’-এ কাজ করি, তখন তারা কিছুটা শান্ত হয়। ফিসফিস করে আলোচনার পর তারা আমাকে আজমপুরে নামিয়ে দেয় এবং সব জিনিসপত্র ফেরত দেয়। তারা বলেছিল, ভুল তথ্যের ভিত্তিতে আমাকে তুলে নেওয়া হয়েছে।
ইমদাদ হোসাইন জানান, তাকে ছেড়ে দেওয়ার পর তিনি ঘটনাস্থলে ফিরে গেলে সেখানে বাইকারকে পুলিশের সঙ্গে কথা বলতে দেখেন। বাইকার তাকে জানান, তিনি ভয় পেয়ে ৯৯৯-এ ফোন করেছিলেন।
ইমদাদ হোসাইন বলেন, এ ঘটনার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
তিনি আরও জানান, ঘটনার রাতেই তিনি তার কর্মস্থল ‘আমার দেশ’ পত্রিকার কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত র্যাব বা পুলিশের কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।