শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

লৌহজংয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে দুদকের সভা

আপডেট : ২২ মে ২০২৫, ০৪:৫৯ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাধারণ সভা করেছেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার চন্দ্রেরবাড়ি বাজারে কমিটির সহসভাপতি কামরুজ্জামানের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. মশিউর রহমান ও তারেক মিয়া এ সভায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন। তারা বলেন কিভাবে দুর্নীতি দমন ও প্রতিরোধ করা যায় এবং কমিটির কার্যকলাপগুলো কি এর সাংগঠনিক অগ্রগতি বাড়াতে পদক্ষেপ নিতে আগ্রহী। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি পুর্নগঠনসহ দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বির্তক প্রতিযোগিতার দিকনির্দেশনা মূলক আলোচনা হয়।

আলোচনা সভার আগে ও পরে যশলদিয়া উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনের বিষয়ে পরিদর্শন করেন দুদকের এই কর্মকর্তারা। দুদক থেকে উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের সততা স্টোর স্থাপন করা হয়েছে। খুব শীঘ্রই আরও দুইটি বিদ্যালয়ে সততা স্টোর স্থাপন করা হবে বলে জানিয়েছেন তারা। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মো. ফেরদৌস হিলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি মহিউদ্দিন শিকদার, কামরুজ্জামান, সদস্য মোকশেদ আলী, মিজানুর রহমান ঝিলু, মো. মানিক মিয়া, সালমা পারভেজ, শাহানাজ সুমি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত