বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিতে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র

আপডেট : ২২ মে ২০২৫, ০৬:০৫ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় জিসান (১৭) নামের মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনার ঘটে। নিহত জিসান একই উপজেলার বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদরাসা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিসান। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন শিকারী বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকলে তাদের কাছে বুঝে দেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত