বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বাংলাদেশ সিরিজ দিয়ে পাকিস্তান ক্রিকেটে শুরু ‘হেসন’ বিপ্লব

আপডেট : ২২ মে ২০২৫, ০৯:৪১ পিএম

পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে শুরু হতে যাচ্ছে নতুন এক যুগ—কিউই কোচ মাইক হেসনের নেতৃত্বে। তবে তার এই ‘বিপ্লব’-এর সূচনা হচ্ছে দেশের দুই তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছোট সংস্করণে দলের বাইরে রেখেই। ২০২৪ সালের ডিসেম্বরের পর বাবর ও রিজওয়ান আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। 

বাংলাদেশের বিপক্ষে লাহোরে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (২৮ মে–১ জুন) দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্কোয়াডে জায়গা না পাওয়ায় বাবর-রিজওয়ানকে ঘিরে ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে হেসন বিষয়টি পরিস্কার করে জানিয়ে দিয়েছেন—এটি কোনো ফর্ম বা ফিটনেসজনিত সিদ্ধান্ত নয়। বরং এটি পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন ধারা চালু করার অংশ, যেখানে প্রত্যেক খেলোয়াড়কে নির্দিষ্ট ভূমিকায় (রোল-বেসড) বিবেচনায় নিয়ে দলে অন্তর্ভুক্ত করা হবে।

হেসন বলেন, ‘আমাদের পরিকল্পনা হবে আমরা কেমন ধরনের ক্রিকেট খেলতে চাই এবং সেই অনুযায়ী কোন কোন ভূমিকায় কেমন খেলোয়াড় দরকার। একবার আমরা সেই স্টাইল ঠিক করে ফেলতে পারলে, এরপর সে অনুযায়ী খেলোয়াড় বাছাই করবো।’ এই কৌশল তিনি এর আগেও পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডে সফলভাবে প্রয়োগ করেছেন। এবার জাতীয় দলেও সেই মডেল বাস্তবায়নের পথে হাঁটছেন তিনি।

টি-টোয়েন্টি এশিয়া কাপ ও ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আধুনিক ও আগ্রাসী দল গড়তে চাইছে পাকিস্তান। মূলত তরুণ ও গতিময় খেলোয়াড়দের নিয়েই সে পথে এগোতে চান হেসন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত