নারায়ণগঞ্জ ডিসি মো. জাহিদুল ইসলাম মিঞা দেশের জনগনকেই সবচেয়ে বড় সম্পদ হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (২২ মে) নারায়ণগঞ্জ কলেজ কৃষি ক্লাব আয়োজিত বৃক্ষরোপণ ও ছাদ বাগান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এই কথা বলেন।
দেশের জনগনকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘১৮ কোটি জনগণের ৩৬ কোটি হাতই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই বিশাল মানব সম্পদকে দক্ষভাবে কাজে লাগাতে পারলেই বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ ও সুন্দর।’
তিনি এর আগে নারায়ণগঞ্জ কলেজ পরিদর্শন করেন। গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসুচীর আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাদ বাগান করার আহবান জানান ডিসি।
নারায়ণগঞ্জ কলেজ কৃষি ক্লাব আয়োজিত বৃক্ষরোপণ ও ছাদ বাগান কর্মসূচির উদ্বোধন শেষে তিনি কলেজ প্রাঙ্গণে একটি ফলজ গাছ রোপণ করেন। পরে তিনি ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা মূল প্রবন্ধ পাঠ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিসি (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. শহীদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান, কলেজের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।