লাহোর কালান্দার্সের স্কোয়াডে আছেন মোট ৩ বাংলাদেশি। তবে আজ এলিমিনেটর ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন শুধু সাকিব আল হাসান। আগে ব্যাট করতে নামা করাচি কিংসের বিপক্ষে সাকিব বল করেন মাত্র এক ওভার। এক ওভার হাত ঘুরিয়েই সাফল্য পেয়েছেন সাকিব।
বাংলাদেশি এই অলরাউন্ডার মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তিনি আউট করেন ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্সকে।
করাচি কিংস ২০ ওভারে ৮ উইকেটে তুলেছে ১৯০ রান। ডেভিড ওয়ার্নার খেলেন ৭৫ রানের ইনিংস।
লাহোরের হারিস রউফ ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট।