দিনাজপুর-৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যমতের কোনও বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ।
আজ শুক্রবার নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে নবাবগঞ্জ ডিগ্রি কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী মাঠ পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় কর্মী সমাবেশ হয়েছে। এতে আরো বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোকবুলার রহমান গোর্কি, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।