শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

‘মদ্রিচের সাথে আমি বিদায় বলব; কাঁদলেও সমস‍্যা নেই’

আপডেট : ২৩ মে ২০২৫, ০৮:৩০ পিএম

আর মাত্র একদিন, তারপরই রিয়াল মাদ্রিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ছিন্ন হবে কার্লো আনচেলত্তির বন্ধন। একইসঙ্গে ক্লাব বিশ্বকাপে খেলে মাদ্রিদের ক্লাবটিকে বিদায় জানাতে যাচ্ছেন লুকা মদ্রিচ। শনিবার লা লিগার শেষ রাউন্ডে শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিতে ডাগ-আউটে দাঁড়িয়ে শেষবার তাকে নির্দেশনা দেবেন আনচেলত্তি। তাই বিদায়বেলায় তিনি মদ্রিচকে নিয়ে আবেগাপ্লুত।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘খুব দ্রুতই আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। এটা হবে আবেগময় একটা দিন। আমি কাঁদলেও সমস‍্যা নেই। এটা হবে সুন্দর আর আমি সেটা মদ্রিচের সঙ্গে ভাগ করে নেব… যে রিয়াল মাদ্রিদে (আমার) এই মেয়াদে অসাধারণ সহায়তা করেছে। সে দারুণ একজন মানুষ, একজন কিংবদন্তি। তার সঙ্গে বিদায় বলতে পারা হবে দুর্দান্ত।’

রিয়াল মাদ্রিদে ১৩ মৌসুম কাটিয়েছেন মদ্রিচ। তবে এবারের মৌসুমে রিয়াল কোনো শিরোপা জিততে পারেনি। তবু দলকে নিয়ে হতাশ নন আনচেলত্তি, ‘আমি জানি না, আমি এ বিষয়ে কথা বলতে চাই না। যেমনটা আগেও বলেছি, পরের বছর প্রতিদ্বন্দ্বিতা করার সব উপকরণ এই ক্লাবের আছে। আর সবসময় এটাই রিয়াল মাদ্রিদের লক্ষ‍্য থাকবে। আগামীকাল মদ্রিচের সঙ্গে আমি বিদায় বলব।’

মদ্রিচের প্রশংসা করে তিনি বলেন, ‘তার মতো একজন দলে থাকা (বিশেষ কিছু)… কারণ, দলে অনেক খেলোয়াড় আছে উঁচুমানের, কিন্তু সে এমন একজন যে জানে কীভাবে মানের সঙ্গে প্রাণশক্তি মেলাতে হয়। আর এটাই তাকে রিয়াল মাদ্রিদ কিংবদন্তিতে পরিণত করেছে। এই দুইটার সমন্বয় করতে পারলেই একজন কিংবদন্তি হয়ে ওঠে, আর যারা পারে না তারা সাধারণ খেলোয়াড় থেকে যায়।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত