শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

ফটিকছড়িতে হেলে পড়া সেই ভবন ভাঙার নির্দেশ

আপডেট : ২৩ মে ২০২৫, ১০:২৮ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় নকশাবহির্ভূতভাবে নির্মিত হেলে পড়া একটি সাততলা ভবনের অতিরিক্ত তলা ভাঙার নির্দেশ দিয়েছে প্রশাসন। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মোজাম্মেল হক চৌধুরী।

উপজেলা প্রাণীসম্পদ অফিসের সামনে অবস্থিত জনৈক আব্দুল খালেকের মালিকানাধীন ভবনটি সম্প্রতি হেলে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদটি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার বিকেলে সরেজমিনে পরিদর্শনে যান ইউএনও, পৌর প্রকৌশলীসহ প্রশাসনের একটি টিম।

পরিদর্শনের পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবনটির অনুমোদন ছিল ছয়তলা পর্যন্ত। মালিক কর্তৃক বিধি লঙ্ঘন করে নির্মিত সপ্তম তলাটি নকশাবহির্ভূত হওয়ায় তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ভবনটি হেলে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি শনিবার সরেজমিন পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করবে। এর ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ঝুঁকিপূর্ণ ভবনটি থেকে এখনো পর্যন্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে না নেওয়ায় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ভবনটি খালি করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত