বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সাইফুল হক বললেন

অন্তর্র্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:৩৫ এএম

অন্তর্র্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সঙ্গে সরকারের নিরপেক্ষ বৈশিষ্ট্য অক্ষুণœ রাখা দরকার বলেও মনে করেছেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার কার্যালয়ে দলের বৈঠক শেষে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন।

 সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে পারে।’ এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার দায়িত্বের বাইরে গিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।’

এসব এজেন্ডা নির্বাচিত সরকারের কাজ উল্লেখ করে তা আলাপ-আলোচনার মাধ্যমে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত