হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল, কিউবা মিচেলসহ একের পর এক প্রবাসী ফুটবলার আসছেন বাংলাদেশে। তাদের নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে। এমতাবস্থায় স্থানীয় ফুটবলাররা কি আতঙ্কে ভুগছেন? তারা কি মনে করছেন, প্রবাসী ফুটবলারদের জন্য তাদের সুযোগ নষ্ট হচ্ছে? দেশ রূপান্তরের সঙ্গে আলাপচারিতায় এ বিষয়ে কথা বললেন জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।
প্রবাসী ফুটবলারদের আগমন নিয়ে দেশের ফুটবলঅঙ্গনে অনেক গুঞ্জন শোনা যায়। অনেক স্থানীয় ফুটবলাররাই নাকি এটা মেনে নিতে পারছেন না। এ বিষয়ে কাবরেরা বলেন, ‘যদি সবাই মনে করে বিদেশ থেকে এসেই সবাই স্থানীয়দের চেয়ে ভালো খেলে ফেলবে, সেটা বড্ড ভুল বোঝা হবে। আমি জোর গলায় বলতে চাই, স্থানীয়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তাদের প্রতিভা, সামর্থ্য এবং লড়াকু মনোভাবে আমার আস্থা শতভাগ। আমরা কিছু খেলোয়াড় বাইরে থেকে আনছি যাতে তারা দলকে আরেকটু এগিয়ে নিতে পারেন। আমি মনে করি না স্থানীয় ও প্রবাসীদের মিশ্রণ ঘটানো কঠিন, তবে আমাদের সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই। স্থানীয়দের মধ্যে প্রবাসীদের নিয়ে বিন্দুমাত্র আতঙ্ক দেখিনি। বরং তারা তাদের সাদরে গ্রহন করেছে। জায়গা হারানোর ভয় তাদের মধ্যে দেখিনি। দলের মধ্যে ভীষণ স্বাস্থ্যকর একটা পরিবেশ বিরাজ করছে। তবে এটা ঠিক জাতীয় দল এমন একটা জায়গা, যেখানে আপনি পারফর্ম করতে না পারলে সরে যেতেই হবে। আপনি ইতালি থেকে আসলেন, নাকি সিলেট থেকে সেটা দেখা হবে না। দেখা হবে শুধু পারফরম্যান্স।’