বাবার অস্ত্রোপচার হয়েছে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে। সেজন্য ছুটি নিয়ে এসেছিলেন ঢাকায়। রবিবার সকালে খাবার নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সিমেন্টের মিক্সার মেশিন গাড়ির ধাক্কায় প্রাণ যায় ছেলে আসিফ মাহমুদ সম্পদের (২১)। এছাড়া নিহত হয়েছেন মোটরসাইকেলের চালক হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী আশফাকুর রহমান আসিফও (২৪)।
রবিবার (২৫ মে) সকাল সাড়ে নয়টার দিকে বনানী থানাধীন কাকলী মোড়ে এই দুর্ঘটনায় দুইজনই ঘটনাস্থলে মারা যান।
নিহত সম্পদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার চখলপুর গ্রামে। বাবার নাম মো. জাহিদুল ইসলাম।
তার প্রতিবেশী চাচা মো. আহসান শুভ বলেন, চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমি থেকে লেখাপড়া শেষ করেছেন সম্পদ। বর্তমানে ইন্টার্ন করছিলেন। থাকতেন চট্টগ্রামেই। গত দুইদিন আগে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তার বাবার ব্রেইন টিউমারের অপারেশন হয়। এজন্য ছুটি নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি। হাতিরঝিল এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে নিয়মিত যাতায়াত করতেন হাসপাতালে।
তিনি বলেন, ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলে করে সকালে খাবার নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন সম্পদ। কাকলী মোড়ে সিমেন্ট মিক্সারের একটি গাড়ি মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান।
এদিকে, আশফাকুরের বন্ধু রিফাত রোহান বলেন, আশফাকুরের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার কুমারপাড়া বিসিক সড়কে। তার বাবার নাম মো. আলম। দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপলই বিভাগের সাবেক ছাত্র ছিলেন আশফাকুর। বর্তমানে রাজধানীর তেজগাঁও মনিপুরিপাড়ায় একটি মেসে থাকতেন। চাকরি খুজছিলেন তিনি। তবে টিকে থাকার জন্য মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন।
স্বজনরা বলছেন, ঘটনার তদন্ত করে গাড়ি চালকের গাফিলতি পেলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার জানান, একটি মিক্সার মেশিন গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরবর্তীতে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়।