ইংলিশ প্রিমিয়ার লিগের উত্তেজনায় ঠাসা শেষ দিনে নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি এবং নিউক্যাসল ইউনাইটেডের আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলা।
নটিংহ্যাম ফরেস্টের মাঠে ১-০ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে চেলসি। গত চার আসরের ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ২-০ গোলে ফুলহ্যামকে হারিয়ে এবার মৌসুম শেষ করেছে তৃতীয় হয়ে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অ্যাস্টন ভিলার ০-২ গোলের হার নিউক্যাসল ইউনাইটেডকে ২০ বছর পর সুযোগ করে দিয়েছে চ্যাম্পিয়নস লিগে খেলার। প্রিমিয়ার লিগের পঞ্চম ও শেষ স্লটটি তারা পেয়েছে গোল ব্যবধানে এগিয়ে থেকে। যদিও শেষ রাউন্ডে তারা এভারটনের কাছে ১-০ ব্যবধানে হেরেছে।
আগেই চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করে রেখেছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল এবং চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালিস্ট আর্সেনাল। এছাড়া টটেনহ্যাম হটস্পারও ফিরছে চ্যাম্পিয়নস লিগে। এবার ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ২০২২-২৩ মৌসুমের পর স্পার্সরা নিশ্চিত করেছে তাদের জায়গা।
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় আসরে থাকবে ৩৬টি দল। এর মধ্যে ২৯টি দল আসবে নিজ দেশের লিগ পর্যায় থেকে স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করে। বাকি সাতটি দল আসবে কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়ে।
কোয়ালিফায়ার পর্বে চারটি রাউন্ড অনুষ্ঠিত হবে হোম-অ্যাওয়ে ভিত্তিতে। কোন ক্লাব কোন রাউন্ড থেকে শুরু করবে, তা নির্ভর করবে সেই দেশের ক্লাব কো-এফিশিয়েন্ট র্যাংকিংয়ের ওপর। যেমন এবার সেল্টিক শুধুমাত্র শেষ (প্লে-অফ) রাউন্ডেই খেলবে।
কোয়ালিফায়ার রাউন্ডগুলোর সময়সূচি:
প্রথম রাউন্ড: ৮/৯ জুলাই ও ১৫/১৬ জুলাই
দ্বিতীয় রাউন্ড: ২২/২৩ জুলাই ও ২৯/৩০ জুলাই
তৃতীয় রাউন্ড: ৫/৬ আগস্ট ও ১২ আগস্ট
প্লে-অফ: ১৯/২০ আগস্ট ও ২৬/২৭ আগস্ট
কখন হবে লিগ পর্যায়ের ড্র?
২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্যায়ের ড্র অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট। প্রথম ম্যাচউইক শুরু হবে ১৬-১৮ সেপ্টেম্বর।