শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ঢাবির ভর্তিতে বিশেষ সুবিধা পাবে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবার 

আপডেট : ২৬ মে ২০২৫, ০১:৪৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যান্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ডিনস্ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন।’

তবে আহত ও শহীদ পরিবারের সদস্যরা ঠিক কি ধরনের সুবিধা গ্রহণ করতে পারবেন বা তাদের জন্য আলাদা কোটা রাখা হবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত