রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সাতক্ষীরা সীমান্ত ২৩ জনকে পুশইন বিএসএফের

আপডেট : ২৭ মে ২০২৫, ১০:৫৬ এএম

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ বাংলাভাষী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৭ মে) রাতের কোন এক সময় তাদের পুশইন করা হয়।

এদিকে কুশখালী সীমান্ত এলাকা থেকে ওই ২৩ বাংলাভাষী নাগরিককে আটক করেছে বিজিবি। বর্তমানে তারা কুশখালী এলাকায় বিজিবি হেফাজতে রয়েছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন কুশখালি বিওপির একটি প্রতিনিধি দল ভারতীয় বিএসএফ কৈজুরী ক্যাম্পের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন। বিজিবির একটি দায়িত্বশীল সূত্র এতথ্য নিশ্চিত করে বলেন, এবিষয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত