বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ব্রাজিলের অ্যান্টনি 'ভুত!'

আপডেট : ২৯ মে ২০২৫, ০৭:১৬ পিএম

চলতি বছরের জানুয়ারিতে ম্যাচেস্টার ইউনাইটেড থেকে ধারে রিয়াল বেতিসে খেলতে আসেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। বেতিসের হয়ে ২৬ ম্যাচে করেছেন ৯ গোল, অ্যাসিস্ট আছে পাঁচটি। তবে বুধবার রাতে চেলসির বিপক্ষে কনফারেন্স লিগ ফাইনালে যেন ছায়া হয়ে ছিলেন অ্যান্টনি।

কনফারেন্স লিগের ফাইনালে চেলসির কাছে হারার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্টনিকে 'ভুত' বলে আখ্যা দিয়েছেন সাবেক ফরাসি ফুটবলার ফ্রাঙ্ক লেবেফ।

অ্যান্টনির পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে সাবেক চেলসি ডিফেন্ডার ও বিশ্লেষক লেবেফ বলেন, 'আমি সেই অ্যান্টনিকে দেখেছি, যে ম্যানচেস্টার ইউনাইটেডে 'ভুতের' মতো খেলতো। ইংল্যান্ডের কোনো দলে তার খেলা উচিত নয়।'

অ্যান্টনির ভবিষ্যৎ নিয়ে ইতোমধ্যে জল্পনা শুরু হয়ে গেছে। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরবেন, বেতিসেই স্থায়ী হবেন নাকি অন্য কোনো ক্লাবে যাবেন।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত