বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

রায়পুরে বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত

আপডেট : ৩০ মে ২০২৫, ০২:০৯ পিএম

দেশে চলমান নিম্নচাপের প্রভাবে রায়পুরে টানা তিন দিনের ঝড়ো বাতাস ও বৃষ্টিতে সড়কে উপড়ে পড়েছে গাছপালা। এতে সকাল থেকে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। রায়পুর উপজেলায় গত বুধবার সকাল থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়ার ফলে বিভিন্ন সড়কে বড় বড় গাছ উপড়ে পড়ে যায়।

উপজেলার রায়পুর-লক্ষ্মীপুর সড়ক, রায়পুর-রামগঞ্জ সড়ক, রায়পুর-হায়দরগঞ্জ সড়ক, রায়পুর-মীরগঞ্জ এবং পৌর এলাকার বিভিন্ন মহল্লার রাস্তাগুলোতে গাছ পড়ে থাকায় বৃহস্পতিবার থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে শিক্ষার্থীরা ও কর্মস্থলে যাওয়া অফিসযাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

এদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। চরবংশী, চর আবাবিল, সোনারপ  কেরোয়াসহ বেশ কয়েকটি এলাকার নিচু গ্রামে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। অনেক বসতবাড়ি, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে গাছগুলো রাস্তার ওপর পড়ে থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পৌরসভা ও ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকে গাছ অপসারণে কাজ শুরু করেছেন। এদিকে গত তিনদিন থেকে বিদ্যুৎ না থাকার আরও চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন স্থানে বিদ্যুতের  খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

রায়পুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আমরা ভোর থেকে কাজ করছি। বেশ কয়েকটি বড় গাছ সড়কে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুত সেগুলো অপসারণের চেষ্টা চলছে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, ঝড়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন ছিল এবং কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত