বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরেজমিনে আজ গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ দেখতে এসেছি। গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে শিল্প মালিকরা যে অভিযোগ করেছেন এখানে এসে কিছু সত্যতা পেয়েছি। এটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি।
আজ শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা এলাকায়সহ বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেন তিনি। পরে টাওয়েল টেক্স লিমিটেড নামে শিল্প কারখানা পরিদর্শনে শেষে এসব কথা বলেন
খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, গ্যাস সংকট মোকাবেলায় আরও চারটি এলএনজি কার্গো আনা হচ্ছে। এটা আরও দুই একদিন আগেই হতো। কিন্তু সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য সেটা সম্ভব হয়নি। ফলে জাহাজ থেকে গ্যাস নামানো সম্ভব হয়নি। এখন এটা টকিং করা গেছে। আশা করছি, আজকে বিকেল বা সন্ধ্যার মধ্যেই গ্যাস সংকট পরিস্থিতি উন্নতি হয়ে সরবরাহ স্বাভাবিক হবে। আমরা এ বিষয়গুলো সর্বক্ষণ মনিটরিং করব।
তিনি আরও বলেন, গাজীপুরের সব এলাকায় প্রচুর পরিমাণে অবৈধ সংযোগ আছে। শিগগিরই সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী, সেটা শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব। আমরা একটা ডিসকানেক্টশন ড্রাইভ আমরা শুরু করব। তাদের অবৈধ সংযোগ আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করব।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পেট্রো বাংলা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও টাওয়েল টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদত হোসেন সোহেলসহ অনেকে।