বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির প্রতিনিধিদল

আপডেট : ০২ জুন ২০২৫, ০৪:১৭ পিএম

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোর সংস্কারে বিষয়ে আলোচনার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে বিএনপির প্রতিনিধিদল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছে। বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদলকে দেখা গেছে।

সোমবার (২ জুন) বিকাল পৌনে ৪টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে তারা প্রবেশ করেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন— বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

প্রথম দফার বৈঠক শেষে দ্বিতীয় দফায় আজ থেকে শুরু হয়েছে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত