সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ময়মনসিংহ সীমান্ত দিয়ে  ২২ জনকে পুশ ইন বিএসএফের

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৩:৩২ পিএম

ময়মনসিংহের ভারত সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ। সোমবার (২ জুন) দিবাগত রাত ৩টার দিকে তাদের পুশ ইন করা হয়। মঙ্গলবার (৩ জুন) বিজিবি এই তথ্য জানিয়েছে।

ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া পয়েন্ট দিয়ে ‘পুশ ইন’ করা হয় দুই পরিবারের নারী,পুরুষ ও শিশুসহ ১২ জনকে।  এর মাঝে মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও একজন শিশু রয়েছে। অন্যদিকে, হালুয়াঘাট সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ করা হয়েছে আরো ১০ জনকে। এর মাঝে ৯ জন নারী ও একজন মেয়ে শিশু রয়েছে।

বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টার দিকে ১১৪১ এর ৮ এস পিলার ধোবাউড়া মুন্সিপাড়া বিওপি এলাকায় ১২ জনকে পুশ ইন করা হয়। পরে মুন্সিপাড়া এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। অন্যদিকে রাত ৩টার দিকে হালুয়াঘাটের সূর্যপুর ক্যাম্পের সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে পুশ ইন করে বিএসএফ। এসময় বিজিবির নজরে এলে তাদেরকে হেফাজতে নেয়। 

আটককৃতদের বিজিপি মুন্সিপাড়া ক্যাম্পে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এদের বাড়ি সিরাজগঞ্জ, নড়াইল ও খুলনা জেলায় বলে জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছে। 

প্রাথমিকভাবে আটককৃতরা আরও জানায়, ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তারা। গুজরাটে তারা বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা-বাণিজ্য করতেন। একপর্যায়ে ভারতীয় নাগরিকত্বও পান। তবে হুট করে অভিযান চালিয়ে বস্তি ও বিভিন্ন দোকান থেকে তাদের আটক করে গুজরাট পুলিশ। কিছুদিন আটকে রেখে সোমবার রাতে তাদের পুশ ইন করা হয়।

বিজিবির-৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান জানান, রাতে খবর পেয়ে তাদের আটক করা হয়। ক্যাম্পে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত