হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পরই দৃশ্যপট বদলে গেছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো এখন বাংলাদেশকে বিশেষ সমীহ করে। তার প্রমান মিললো ভুটানের কোচ ও অধিনায়কের কথায়।
১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আগামীকাল বুধবার বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ভুটানের জন্যও এ ম্যাচটি মূলত এশিয়ান বাছাইয়ে ব্রুনাই ম্যাচের প্রস্তুতি।
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভুটানের অধিনায়ক ও কোচ দুই জনই হামজার ভূয়সী প্রশংসা করেছেন। ভুটান জাতীয় ফুটবল দলের কোচ জাপানিজ নাকামুরা বলেন, 'হামজা অত্যন্ত বড় মাপের খেলোয়াড়। তার সঙ্গে ভুটানিজ ফুটবলাররা খেলার সুযোগ পেলে সেটা হবে দারুণ অভিজ্ঞতা।' ভুটানিজ অধিনায়ক নিমা ওয়ার্জিও একই কথা বললেন, 'হামজা অসাধারণ খেলোয়াড়। বাংলাদেশ দলটিও শক্তিশালী।'
হামজা আসায় বাংলাদেশের শক্তি বেড়েছে। বাংলাদেশ দলকে দক্ষিণ এশিয়ার সেরা হিসেবে আখ্যায়িতও করলেন ভুটানের কোচ, 'বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা দল। আমরা তাদের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলতে চাই।'