লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন হামজা চৌধুরী। সেই ক্লাবটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে গেছেন। কিন্তু শেফিল্ড ইউনাইটেড কিংবা লেস্টার সিটি – কোনোটাই আর প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই হামজা নাকি শেফিল্ড ছাড়তে চাইছেন। তার ক্যারিয়ারে নতুন সম্ভাবনাও উঁকি দিচ্ছে।
বাংলাদেশ জাতীয় দলের তারকা হামজাকে নাকি এবার পেতে চাইছে গ্রিক লিগের বিখ্যাত ক্লাব অলিম্পিয়াকোস। গ্রিক সাংবাদিক গিওর্গস সানাকাস অন্তত তেমন আভাসই দিয়েছেন। গুরুত্বপূর্ণ তথ্য হলো, এই অলিম্পিয়াকোস ক্লাব ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই গুঞ্জন শেষ পর্যন্ত সত্যে পরিণত হলে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে দেখা যেতে পারে বাংলাদেশের হামজা চৌধুরীকে।
সাংবাদিক গিওর্গস সানাকাস জানিয়েছেন, অলিম্পিয়াকোস আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ সামনে রেখে এখন থেকেই দল গোছানোর প্রস্তুতি নিচ্ছে। আর সেখানে পরিকল্পনার অংশ হিসেবে আছে হামজার নাম। অলিম্পিয়াকোসের চাহিদা অনুযায়ী, একজন বল উইনিং এবং রক্ষণাত্মক ঘরানার মিডফিল্ডার দরকার। আর সেখানেই হামজা তাদের প্রথম পছন্দ। তবে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি হামজাকে।
লেস্টার সিটির সঙ্গে হামজার আরও দুই বছরের চুক্তি আছে। কিন্তু হামজা সেই ক্লাবে আর থাকতে চাইছেন না। লেস্টারও নাকি তেমনটাই চায়। এই সুযোগটাই নিতে চাইছে অলিম্পিয়াকোস। নিজেদের লিগে রেকর্ড ৪৮বারের চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোস গ্রিক কাপ জিতেছে ২৯বার। ২০২৩-২৪ মৌসুমে উয়েফা কনফারেন্স লিগও জিতেছে। তবে গ্রিসের লিগের মান ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে অনেকটাই নিম্নমানের। তাই হামজা কি সেখানে যাবেন?