পারস্যের বিখ্যাত কবি হাফিজ শিরাজীর জন্মবার্ষিকীর ৭০০ বছর পূর্তিতে ইউনেস্কো হাউস, প্যারিসে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইন্টিফিক ও সাহিত্যিক কনফারেন্স। কনফারেন্সটি চলবে ১১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত।
কনফারেন্সের আয়োজন করেছে ইউনেস্কো, প্যারিসের রুদাকি অ্যাসোসিয়েশন অফ প্যারিস এবং তাজিকিস্তান সরকার। ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইউনেস্কো হাউসে এই আন্তর্জাতিক কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশ থেকে ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ তাজিকিস্তানের অতিথি হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ। সর্বমোট ৮০টি প্রবন্ধের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুমিত আল রশিদ লিখিত প্রবন্ধটি উপস্থাপনের জন্য মনোনীত করা হয়েছে।
কনফারেন্সে তিনি পারস্যের মহান কবি হাফিজ শিরাজীর সঙ্গে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মিক মেলবন্ধনের যোগসূত্র নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন। 'বিশ্ব সাহিত্যে সুর ও আত্মার মেলবন্ধনে হাফিজ শিরাজী ও কাজী নজরুল ইসলাম: একটি তুলনামূলক বিশ্লেষণ।' শিরোনামে প্রবন্ধটি তিনি ফারসি ভাষায় উপস্থাপন করবেন।
ড. মুমিত গত ৮-১০ মে চীনের সাংহাই ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটি, ইংল্যান্ডের বাথ ইউনিভার্সিটি ও আজারবাইজানের খাজার ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার ও লিঙ্গুইস্টিক আন্তর্জাতিক কনফারেন্স এ অংশগ্রহণ করেন। কনফারেন্সেও তিনি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গ্রন্থ পঞ্চতন্ত্রের পাহলাভি, আরবি ও ফারসি ভাষায় অনুবাদ বিশ্লেষণ করেন।
ইতিমধ্যে তিনি স্পেন, ইরান, আজারবাইজান, তাজিকিস্তানের সেমিনারে আর্টিকেল উপস্থাপন করেছেন। তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ২৩ এবং প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭।