শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘দেশের প্রতি কর্তব্য পালন করলাম; পা ভাঙলেও আপত্তি ছিল না’

আপডেট : ০৯ জুন ২০২৫, ১০:০৭ এএম

স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো নেশনস লিগের শিরোপা জিতে নিয়েছে পর্তুগাল। রবিবার রাতে ২-২ গোলে সমতার পর টাইব্রেকারে ৫–৩ গোলের ব্যবধানে প্রথম দল হিসেবে তারা একাধিকবার এই শিরোপা জিতল। দেশকে আরেকটি শিরোপা উপহার দিতে পেরে গর্বিত এবং আবেগাপ্লুত ক্রিশ্চিয়ানো রোনালদো। জানালেন, দেশের জন্য নিজের কর্তব্য পালন করেছেন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শেষে ‘স্পোর্ত টিভি’কে রোনালদো বলেন, ‘এটা ভীষণ আনন্দের ব্যাপার। প্রথমত, এই প্রজন্মের জন্য, যারা এমন বড় শিরোপার যোগ্য ছিল। অন্যদিকে আমার পরিবারের জন্য। আমার জীবনসঙ্গী, সন্তান, আমার ভাই ও বন্ধুরা আজ এসেছিল খেলা দেখতে। ক্লাবের হয়ে অনেক শিরোপা জিতেছি; কিন্তু পর্তুগালের হয়ে শিরোপা জয়ের চেয়ে ভালো কিছু হতে পারে না। এটা স্পেশাল।’

ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গেলেও একটা বিশ্বকাপ জেতা হয়নি রোনালদোর। তাই হয়তো রবিবারের ফাইনালে মূল সময়ে দারুণ হেডে গোল করার পর সিআর সেভেনের চোখে অশ্রু দেখা গেছে। তিনি আরও বলেন, ‘পর্তুগালের হয়ে জয় সবসময়ই বিশেষ অনুভূতি। এই প্রজন্মকে নেতৃত্ব দেওয়াটাও গর্বের বিষয়। এটা আনন্দের কান্না। আমি দেশের হয়ে কর্তব্য পালন করেছিল, এটা অনেক আনন্দের।’

রোনালদো জানান, তিনি ইনজুরি নিয়েই ফাইনাল খেলেছেন। কিন্তু দেশের জন্য আরও কিছু করতে প্রস্তুত ছিলেন, ‘আমি ওয়ার্মআপের সময় ব্যাপারটি (ইনজুরি) বুঝতে পেরেছি। কিন্তু জাতীয় দলের জন্য যদি আমার পা ভেঙে যেত, আমি তাই করতাম। দেশের হয়ে একটা শিরোপার জন্য আমি নিজের সর্বোচ্চটা উজার করে দিয়ে খেলেছি। আমরা ছোট জাতি, কিন্তু উচ্চাকাঙক্ষী। এই জয় আমাদের দেশের মানুষের জন্য।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত