শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রোনালদোদের খেলা দেখতে গিয়ে গ্যালারি থেকে পড়ে দর্শকের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২৫, ১২:১৮ পিএম

পর্তুগাল বনাম স্পেনের মধ্যকার নেশসন লিগের ফাইনাল দেখতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন এক দর্শক। ম্যাচের লড়াই যখন শেষ প্রান্তে, সেই সময়টাতেই এই দুর্ঘটনা ঘটে। ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে নেয় পর্তুগাল।

উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ চলাকালীন সময়ে মূল স্ট্যান্ডের দ্বিতীয় তলা থেকে নিচের সিটিং এরিয়ায় পড়ে যান এক দর্শক। আহত দর্শককে চিকিৎসা দেন প্যারামেডিকস ও স্টেডিয়ামের স্টুয়ার্ডরা। তবু ওই দর্শককে বাঁচানো যায়নি। এই ঘটনায় অবশ্য খেলা বন্ধ হয়নি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই ঘটনায় সমবেদনা জানান স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে, ‘যে সমর্থক মারা গেছেন, তার পরিবারের সমবেদনা জানাচ্ছি। এটা আমাদেরকে আরও একবার উপলব্ধি করাচ্ছে, জীবনে কোনটা জরুরি।’ টাইব্রেকারেও গোল করে ম্যাচ-সেরা হওয়া নুনো মেন্ডেস বলেন, ‘মারা যাওয়া দর্শকের পরিবারকে সান্ত্বনা জানাই। আমাদের জয়ের আনন্দকে ম্লান করে দিয়েছে এই ঘটনা।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত