ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদলের গুঞ্জন শুরু হয়েছিল। ব্রাজিলের একাধিক ক্লাব রোনালদোকে পাওয়ার জন্য চেষ্টা করছে বলে শোনা যাচ্ছিল। তবে সব গুঞ্জনের ইতি টানলেন রোনালদো নিজেই। জানালেন, তিনি আল নাসরেই থাকছেন।
রবিবার রাতে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে নেশসন লিগের শিরোপা জিতেছে রোনালদোর পর্তুগাল। ২-২ ড্র হওয়া ম্যাচের মূল সময়ে রোনালদো একটি গোলও করেছেন। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সৌদি আরবের ক্লাবেই থেকে যাচ্ছেন। রোনালদোর সেই বক্তব্য প্রকাশ করেছেন খ্যাতিমান ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রেজিও রোমানো।
আল নাসর ছাড়ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘আসলে কিছুই পরিবর্তন হচ্ছে না। তাহলে আল নাসর (কেন বদলাবে)? আপনি জানেন আমার বয়স কত। আমি শেষের শুরুর কাছাকাছি চলে এসেছি। কিন্তু আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। যদি আমি গুরুতর কোনো চোট না পাই, তবে (খেলা) চালিয়ে যাব।’