বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মতলবে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৮:১২ পিএম

চাঁদপুরের মতলবে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) বিকাল ৪টায়  উপজেলার ষাটনল ইউনিয়নের ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের মাঠপ্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি সংসদ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে খেলা আয়োজন করা হয়। হিলফুল ফুজুল কালিপুর একাদশ বনাম ইমামপুর একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

চাঁদপুর জেলা বিএনপির সদস্য প্রফেসর ড. শামীম আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। 

প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. জালাল উদ্দিন।

উক্ত খেলায় আরও উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ। উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু প্রমুখ। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত