বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

তপ্ত রোদের পর জাতীয় স্টেডিয়ামে হঠাৎ বৃষ্টি

আপডেট : ১০ জুন ২০২৫, ০৪:৪৯ পিএম

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের পরম আরাধ্য ম্যাচটি শুরু হওয়ার কথা সন্ধ্যা ৭টায়। কিন্তু এতো তর সওয়া দেশের ফুটবল ভক্তদের পক্ষে অসম্ভব। দুপুর গড়াতেই জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নেমে আসতে থাকে জনস্রোত। সেই সঙ্গে তপ্ত রোদে সিদ্ধ হতে থাকে আশপাশের পরিবেশ। কিন্তু বিকেল ৪টা বাজতেই আবহাওয়া বদলে নেয় নিজের রূপ। তপ্ত রোদ থেকে হঠাৎ করেই নেমে আসে বৃষ্টি। সেই বৃষ্টিতেই এখন স্নাত হচ্ছে জাতীয় স্টেডিয়াম, খেলার মাঠ এবং উপচে পড়া গ্যালারির দর্শকেরা। 

ম্যাচের তিন ঘন্টা বাকি থাকতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে উত্তর, দক্ষিণ ও পূর্ব গ্যালারি। বৃষ্টির হাত থেকে বাঁচতে নিচের সারিতে থাকা দর্শকেরাও ঠাই নিয়েছেন উপরের সারিতে। প্রায় কুড়ি মিনিট স্থায়ী হওয়ার পর ক্ষান্ত দেয় বৃষ্টি। সেই সঙ্গে আবার আকাশ ফুঁড়ে উঁকি দেয় রোদের ছটা। মাঝে ক্ষণিক বিরতি দিয়ে দ্বিতীয় দফায় আবার নামে বৃষ্টি।

জাতীয় স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে বৃষ্টিস্নাত মাঠে লড়ে জয় পেয়েছিলো বাংলাদেশ, সেটি ২০১১ সালে। আরেকবার এমন আবহাওয়ায় পাকিস্তানকেও হারিয়ে দিয়েছিলো বাংলাদেশ। তবে আজকের বৃষ্টিতে খুশি হওয়ার অবকাশ কম। কেননা প্রতিপক্ষ সিঙ্গাপুরও এমন বৃষ্টিময় আবহাওয়ায় খেলতে অভ্যস্ত। উল্টো হামজা, শমিত, ফাহামিদুলদের মতো প্রবাসী ফুটবলারদের জন্য বৃষ্টিমাখা মাঠ হতে পারে নৈপুণ্য প্রদর্শনের পথে অন্তরায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত