নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে বেঞ্চে রেখে সিঙ্গাপুরের বিপক্ষে আর কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে জামাল ছাড়াও জায়গা হয়নি ৪ জুন ভুটানের বিপক্ষে গোল করা সোহেল রানার। এছাড়া সেই ম্যাচে রাইট ব্যাক পজিশনে অভিষেক হওয়া তাজ উদ্দিনও থাকবেন বেঞ্চে। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা তিনটি পরিবর্তন এনেছেন একাদশে। তাজউদ্দিনের জায়গায় মোহামেডানের তরুণ ডিফেন্ডার শাকিল আহাদ তপু খেলবেন শুরু থেকে। এছাড়া অধিনায়ক জামাল ভুঁইয়ার অভিষেক হতে যাচ্ছে কানাডা প্রবাসী মিডফিল্ডার শামিত সোমের। আর মোহাম্মদ হৃদয়কে একাদশে জায়গা দিতে সরতে হয়েছে সোহেল রানাকে।
সম্ভাব্য ৪-২-৩-১ ফরম্যাটে একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ। যথারীতি তেকাঠীর দায়িত্বে বিশ্বস্ত মিতুল মারমা। ব্যাক ফোরে তপু বর্মণ, তারিক কাজীর সঙ্গে দু'পাশে থাকবেন সাদউদ্দিন ও শাকিল আহাদ তপু। হামজা চৌধুরী ও হৃদয়ের দায়িত্ব থাকবে রক্ষণের সঙ্গে মাঝমাঠের সেতু গড়ার। মাঝমাঠে শামিত দেবেন নের্তৃত্ব। লেফট উইঙ্গে ইতালি প্রবাসী ফাহামিদুল ও রাইট উইঙ্গয়ে খেলবেন সৈয়দ শাহ কাজেম কিরমানি। আর ফলস নাইন হিসেবে গোলের মূল দায়িত্বে থাকবেন রাকিব হোসেন।
ভারতের বিপক্ষে একাদশ এমনকি বদলী হিসেবে নামার সুযোগ হয়নি জামাল ভুঁইয়ার। এ ম্যাচেও একাদশে নেই তিনি। তার অনুপস্থিতিতে দলের নের্তৃত্ব দেবেন তপু বর্মণ।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশ :
মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শমিত সোম, মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ, ফাহামিদুল ইসলাম ও রাকিব হোসেন।